কর্তব্য ভুলের ভিন্ন গল্প ‘কালার্স অফ লাইফ’ !

কর্মব্যস্ত এই ডিজিটাল যুগে মানুষ এখন বৃদ্ধ বাবা-মা’র প্রতি কর্তব্য ভুলে গিয়ে নিজেকে নিয়েই ব্যস্ত । কিন্তু সোশ্যাল মিডিয়াতে কৃত্রিমভাবে বাবা মার প্রতি ভালোবাসার প্রকাশ জানিয়ে নিজেকে জাহির করতে চায়।

বর্তমান সময়ের মা বাবা ও ছেলেমেয়েদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আরডিএস মিডিয়া পার্টনারস (ভারতীয় ব্রিটিশ প্রোডাকশন হাউজ এবং ভারতীয় প্রোডাকশন হাউস) এর যৌথ উদ্যোগে সম্প্রতি নির্মিত হলো শর্ট ফিল্ম “কালার্স অফ লাইফ”। সম্পূর্ণ শুটিংয়ের কাজটি দিল্লিতে করা হয়েছে। জানা যায়, ফেস্টিভ্যালের জন্য এই শর্টফিল্মটি নির্মাণ করা হয়েছে।

রবার্ট চার্লস ডিউড এর গল্পে শর্ট ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন রবার্ট চার্লস ডিউড এবং ঋত্বিকা দাস। সঙ্গীত পরিচালনায় রবার্ট চার্লস ডিউড । অভিনয়ে করেছেন সুমনা দাস, ফারহিন শেখ,ফারুক আরমান এবং পরিচালনা করেছেন আশু কোহলি।