নতুন ছবি মুক্তি নিয়ে হুঁশিয়ারি দিলেন ‘সাহসী হিরো আলম’

করোনাকালীন পুরো পৃথিবী থমকে গিয়েছে, বর্তমানে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরছে জনজীবন। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলো খুলতে পারে। তথ্যমন্ত্রী সে তথ্যই দিলেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে দেশের প্রেক্ষাগৃহগুলো খুলে যাবে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এরই মধ্যে নতুন ছবি মুক্তি দিতে সবাই পেছালেন, এগিয়ে এলেন হিরো আলম।
ছবি মুক্তি দেয়ার জন্য হলগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। এই সময় নতুন কোনো ছবিই মুক্তি পাবে না। কেননা সিনেমায় যে পরিমাণ লগ্নি তা এই নীরিক্ষণ সময়ে ফিরে নাও আসতে পারে। মুখ থুবড়ে পড়তে পারে নতুন ছবি। যে কারণে সকল প্রযোজক পিছিয়ে যাচ্ছেন। এমন সময় ঘোষণা দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম তার সিনেমা মুক্তি দেবেন।

হিরো আলম বলেন, ‘১৬ তারিখ যদি পরে সিনেমা হল খোলে তাহলে পরে হামি হামার ছবি আমার ছবি মুক্তি দেমো, হামি লাভ লোকসান লিয়া টেনশন করি না।’
হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বছরের শুরুতেই। এটি মুক্তি পাবার কথা ছিল ২৭ মার্চ।
এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। হিরো আলম জানান, ‘কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।’
সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছেন, ‘আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’।’
তিনি আরও বলেন, ‘আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন– সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী।’
আরও পড়ুন:
Pingback:গৃহবন্দি থেকেও স্বল্পদৈর্ঘ্যে ছবি নির্মাণ করছেন সুমনা দাস! | Magazine | Bongo | Entertainment News: Movies, Natok, Celebrity