ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন মিশা
বেশ কিছুদিন ধরেই তিনি আছেন দেশের বাইরে। পুরো পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন যুক্তরাস্ট্রে। সেখানেই নিজের ৫২তম জন্মদিনটা পালন করেছেন মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে শনিবারই দেশে ফেরার কথা এই খল অভিনেতার। দেশে ফিরে ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং শুরু করবেন তিনি। যেখানে জুটি বেঁধেছেন শাকিব খান ও শবনম বুবলী।
#333333;”>যাচ্ছে ভালবাসা’ নামক ছবিতে প্রথম ভিলেনের চরিত্রে দেখা যায় তাকে। এরপর এই চরিত্রে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন তিনি। এখন অব্দি আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে শিল্পী সমিতির সভাপতির দায়িত্বেও আছেন মিশা সওদাগর। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢাকায়। তার পুরো নাম শাহীন হাসান মিশা। তবে সিনেমা জগতে মিশা সওদাগর নামেই পরিচিত তিনি। খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।